Dhaka, Wednesday | 15 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 15 October 2025 | English
‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পেছাল বাংলাদেশ
শিরোনাম:

চাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১৬ এএম  (ভিজিটর : ১৩)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের ভোট অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।


ছাত্রশিবিরের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় সকাল ১০টার দিকে আইটি অনুষদের ভোটকেন্দ্রে ভোট দেন।


প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন শিক্ষক, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম।


শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা জানিয়েছেন, বহু বছর পর চাকসু নির্বাচন হওয়ায় তাদের মধ্যে বিশেষ উৎসাহ কাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা সৎ, যোগ্য ও ব্যক্তিত্বসম্পন্ন প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝