শিরোনাম: |
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হয়। এ সময় সাংবাদিক নেতারা, এ ঘটনায় জড়িতদের দ্রত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাবেক সভাপতি এস এম সামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক আবু দারদার খান আরমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। সর্বশেষ চট্টগ্রামের সীতাকুন্ডে গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায় রাজনৈতিক পরিচয়ধারী স্থানীয় সন্ত্রাসীরা। এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গণ্যমাধ্যমকর্মীদের উপর এই ধরণের বর্বরোচিত হামলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এসব ঘটনার কোন বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলা ভালো লক্ষণ নয়।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসীরা বেসরকারি ‘এখন’ টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিহাদ ও ক্যামেরাপারসন পারভেজের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়।
এফপি/অআ