রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) অস্থায়ী কন্টিজেন্ট রাজবাড়ী ও নৌ পুলিশের যৌথ অভিযানে ৯ জন জেলে আটক এবং ২,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট, চর মহিদাপুর, উজান চর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, কোস্টগার্ড সদস্য ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আটক ৯ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত জাল ও আটককৃত জেলেদের নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এফপি/অআ