Dhaka, Thursday | 15 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 15 May 2025 | English
চবির সমাবর্তনে ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
শিরোনাম:

কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ১৬০)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পড় তোমার প্রভূর নামে— এই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠান ছিল আনন্দঘন ও প্রেরণাদায়ক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক ইনতিজার ও ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা।

কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায় এবং সাপ্তাহিক ইনতিজারের সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান অতিথি বেনজির আহমেদ টিটো বলেন, একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। শিশুদের মাঝে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তোলার জন্য ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, একজন শিক্ষার্থী যখন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যায়, তখন তা শুধু তার নয়, পুরো সমাজের গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। আজকের এই পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এই আয়োজন শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না; এটি ছিল নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করার এক অনন্য প্রচেষ্টা। শিক্ষার্থীদের মাঝে সাফল্যের প্রেরণা ছড়িয়ে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝