নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন (৫৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার বেলাব গাংকুলপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক রিপন ভুঁইয়া।
বেলা সাড়ে ৩টায় বেলাব পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে দল-মত নির্বিশেষে সাধারন মানুষ, তার কর্মী, অনুসারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় অর্ধ লক্ষাধিক লোক তার জানাজায় উপস্থিত হয়। তার মৃত্যুতে বেলাবো উপজেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তার পরিবারের লোকজন জানায়, রিটন বেলাব উপজেলা আওয়ামী লীগের মৃত্যুকালীন সভাপতি মরহুম সমসের আলী ভূঁইয়ার বড় ছেলে। রাজনীতির অঙ্গনে সমসের জামান ভূঁইয়া রিটন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্রজীবনে বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকালে ব্যাপক জনপ্রিয়তার কারনে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। পরবর্তীতে জনগণের আস্থা ও ভালোবাসায় বাবার পথ ধরে তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিহত রিটনের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে বাবা সমসের আলী ভূঁইয়ার পাশে দাফন করা হয়।
এফপি/এমআই