শিরোনাম: |
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে। ভক্তি, শ্রদ্ধা আর ধর্মীয় আবেগকে ধারণ করে নানান আনুষ্ঠানিকতায় এ উৎসব উদযাপিত হচ্ছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারসহ, মৈত্রী বিহার, আনন্দ বিহার প্রায় সকল বিহারেই সকাল থেকেই পূর্ণার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে।
আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে রাজবন বিহার চত্বর। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি চলছে দান-ধ্যান ও বিশেষ প্রার্থনা। শিশু-কিশোরদের জন্য আজকের দিনটি বাড়তি আনন্দের, আর বড়দের জন্য দিনটি ভক্তি ও প্রার্থনায় মগ্ন হওয়ার সময়।
প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধভিক্ষুদের তিনমাস বর্ষাবাস অধিষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় শুভ প্রবারণা উৎসব। এর পরপরই বিহারে বিহারে আয়োজন শুরু হয় দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব।
রাজবন বিহারে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উত্তোলন করা হয়েছে বুদ্ধ পতাকা। এরপর ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পিণ্ডদান, প্রবারণা পূরণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতি দান, পঞ্চশীল প্রার্থনা, উৎসর্গ, সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর সমাগম ঘটেছে। এতে বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও রাজবন বিহারের জ্যেষ্ঠ ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির ধর্মীয় দেশনা প্রদান করেছেন।
প্রবারণা পূর্ণিমা মূলত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে আত্মশুদ্ধি ও পবিত্রতার প্রতীক হিসেবে পালন করা হয়। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পূজা-অর্চনায় অংশ নেন এবং জীবজন্তুর কল্যাণ কামনায় প্রার্থনা করেন। অশুভ বিদায় ও মঙ্গল কামনার মধ্য দিয়ে মানুষ এই উৎসবে মেতে ওঠে।
ভক্তরা বলেন, আজকের দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনে ভিক্ষুরা তিনমাসের বর্ষাবাস শেষ করেন। আজকের দিনে আমরা পরিবার পরিজন ও সমগ্র জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করি।
রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন, আজকের এই দিনে আমরা প্রার্থনা করি সবাই যেন ধার্মিক, নীতিপরায়ণ ও ন্যায়নিষ্ঠ হয়। আমরা আশা করি আমরা সকলেই যেন মিলেমিশে থাকতে পারি এবং পূণ্যময় কাজ করতে পারি।
প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় আচার নয়, এটি পাহাড়ের মানুষের মিলনমেলা ও সংস্কৃতির অনন্য রূপ। বছরের পর বছর ধরে প্রবারণা পূর্ণিমা পাহাড়ি জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ-আলোকের প্রতীক হয়ে রয়েছে।
এফপি/অআ