Dhaka, Friday | 31 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 31 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

প্রবারণা উৎসবকে ঘিরে চট্টগ্রামজুড়ে কঠোর নিরাপত্তা বলয়

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ পিএম  (ভিজিটর : ১৫৩)

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহার, মন্দির ও আশ্রমে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরজুড়ে চলছে আলোকসজ্জা, ফানুস প্রস্তুতি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষ মুহূর্তের ব্যস্ততা।


বৌদ্ধ ধর্মীয় মতে, প্রবারণা পূর্ণিমা গৌতম বুদ্ধের বর্ষাবাস সমাপ্তির স্মৃতি বহন করে। এদিন ভিক্ষুরা পরস্পরের কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আত্মশুদ্ধির অঙ্গীকার করেন। বর্ষাবাস শেষে এই দিনটি আত্মসংযম, শান্তি ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।


চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবদিনটি শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছেপ্রতিটি বিহারমন্দিরে বিদ্যু, স্বাস্থ্যসেবা, অগ্নি-নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছেফানুস উড়ানোর সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের বিশেষ টিম কাজ করবেআমরা চাই, সবাই আনন্দ, নিরাপত্তাসম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করুন


চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, প্রবারণা উৎসব উপলক্ষে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছেগুরুত্বপূর্ণ বিহারমন্দির এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছেরাতে ফানুস উড়ানোর সময় ফায়ার সার্ভিসপুলিশের যৌথ টিম মাঠে থাকবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটেনগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি


প্রবারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, সাতকানিয়া, পটিয়া, রাঙ্গুনিয়া, হাটহাজারী, রাউজান, লোহাগাড়া, বাশখালী, কক্সবাজারপার্বত্য চট্টগ্রামের বিহারগুলোতে চলছে উৎসবের প্রস্তুতিপ্রতিটি মন্দিরে ঝলমলে আলোকসজ্জা, ফুলের তোড়া, দানবাক্স সাজানো এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের আয়োজন চলছে


চট্টগ্রাম নন্দনকানন বিহারের আবাসিক দিপানন্দ স্থবির বলেন, প্রবারণা পূর্ণিমা আমাদের আত্মশুদ্ধিমানবকল্যাণের শিক্ষা দেয়এই দিনে সবাই পরস্পরের প্রতি ক্ষমাশীলতাসহানুভূতির চর্চা করেচট্টগ্রামের সব বৌদ্ধ ভক্ত এখন উৎসবের আনন্দে মেতে উঠেছেনআমরা আশা করি, শান্তিসম্প্রীতির বার্তা নিয়ে প্রবারণা সকলের জীবনে কল্যাণ বয়ে আনবে


বৌদ্ধ ধর্মীয় নেতা রনজিত কুমার বড়ুয়া বলেন, প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় নয়, এটি মানবিকসামাজিক মূল্যবোধের উৎসববুদ্ধের শিক্ষা আমাদের শেখায়সহানুভূতি, করুণাঅহিংসার মাধ্যমে মানুষে মানুষে সৌহার্দ্য গড়ে তুলতে হবেআজকের দিনে সেই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিকআমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে আনন্দ ভাগ করে নিক


চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, নন্দনকানন বৌদ্ধ বিহার মোড়, কাতালগঞ্জপটিয়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে ইতোমধ্যে রঙিন আলোকসজ্জা ঝুলানো হয়েছেস্থানীয় তরুণরা ব্যস্ত ফানুসলণ্ঠন সাজাতে


বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা মানুষকে আত্মসংযম, ধৈর্য, ক্ষমাশীলতাপরম করুণার পথে আহ্বান জানায়চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায় আশা করছেএই উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, ভালোবাসাসম্প্রীতির চেতনা আরও সুদৃঢ় হবে


আগামীকাল সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে উড়বে হাজারো রঙিন ফানুসবিহারমন্দিরজুড়ে প্রার্থনা, পূজাঅর্চনাসাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকবে বৌদ্ধ ধর্মাবলম্বীরাপ্রশাসন, পুলিশস্থানীয় জনগণের সহযোগিতায় এবারের প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, নিরাপদআনন্দমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা সবার


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝