পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকে। আজ সোমবার ভোররাত ৪টার দিকে ভাঙ্গুড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়ায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনসহ দুটি বগি রেললাইন থেকে বিচ্যুত হয়। ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে সবধরনের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠায়। ক্রেন সহায়তায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে উদ্ধারকাজ পরিচালনার পর লাইনচ্যুত বগি ও ইঞ্জিন সরানো হয় এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। এরপর সকাল থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।
এ সময় শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। কেউ দীর্ঘক্ষণ স্টেশনে অবস্থান করেন, আবার কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা দেন। স্থানীয়রা অভিযোগ করেন, রেললাইন সংস্কার ও নিয়মিত তদারকির অভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষকে জানানো হয় এবং ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করে। বর্তমানে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
তাৎক্ষণিকভাবে লাইনচ্যুতির কারণ জানা না গেলেও রেলওয়ে বিভাগ জানায়, ঘটনাটি তদন্তে একটি টিম গঠনের প্রস্তুতি চলছে।
এফপি/অআ