পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশন সংলগ্ন একটি লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝগ্রাম স্টেশনে একতা এক্সপ্রেস এবং চাটমোহর স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস আটকা পড়ে। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
ভাঙ্গুড়া রেল স্টেশনের মাস্টার আব্দুল মালেক জানান, পঞ্চগড় এক্সপ্রেস ভাঙ্গুড়া স্টেশন অতিক্রমের সময় ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে পাকশী রেলওয়ে বিভাগ উদ্ধার কাজে নামে।
প্রায় পাঁচ ঘণ্টা উদ্ধার কাজ চালানোর পর সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের ট্রান্সপোর্ট অফিসার হাছিনা খাতুন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্র্যাক ত্রুটি বা যান্ত্রিক সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এই দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আবারও প্রশ্ন উঠেছে রেলপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে।
এফপি/রাজ