সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পিআরসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে উপজেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী বাজার শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর চলে সমাবেশ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি এডভোকেট আছিমুল মেহেদী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক শাহীন আকতার খান পিটার, পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী প্রমূখ।
৫ দফার দাবিগুলি হলো- ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় বক্তারা।
এফপি/রাজ