Dhaka, Wednesday | 29 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 29 October 2025 | English
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
৫০ লাখ টাকা পাচ্ছে নারী ফুটবল দল, হকি পাবে ২১ লাখ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক
শিরোনাম:

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ এএম  (ভিজিটর : ২১২)

“খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি এক জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার”— এমন বার্তা নিয়েই নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

রোববার ২১ সেপ্টেম্বর সকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পিডিবি স্কুল ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম রনি।

প্রধান অতিথি রাকীন মাশরুর খান বলেন, “এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া মানুষের সুস্থ শারীরিক ও মানসিক গঠন ছাড়াও একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, “তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছি।”

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, ১, ২ ও ৩নং মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীরা জানায়, এই ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে। তারা এ আয়োজনকে সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে স্বাগত জানায়।
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝