দেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ভূমিকা রাখায় ‘ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা-২০২৫’ পেলেন দি ফিন্যান্সিয়াল পোস্টের রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দশ জন সাংবাদিককে এই সম্মাননা দেয়া হয়।
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভা কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দি ফিন্যান্সিয়াল পোস্ট রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেলসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত আরও ৯ সাংবাদিককে এ সম্মাননা দেয়া হয়। ফেলোশিপ সম্মাননা হিসেবে অর্থ চেক ও সনদ প্রদান করেন পর্যটন বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ।
এতে উপস্থিত ছিলেন সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
অনুষ্ঠানে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারণায় গণমাধ্যমকে আরো বেশি ভূমিকা রাখার আহবান জানায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
অন্যান্যদের মধ্যে ফেলোশিপ পেয়েছেন ইমরুল কায়েস (বাংলা মেইল), আব্দুল্লাহ মজুমদার (বাংলাভিশন), কাজল আবদুল্লাহ (সময় টিভি), মো. আরিফুর রহমান (বিজনেস স্ট্যান্ডার্ড), মাসুদ রুমী (কালের কণ্ঠ), জসিম হারুন (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), মু. নাঈম উল হাসান (এখন টেলিভিশন), শফিকুল্লাহ সুমন (বাংলাদেশ টেলিভিশন) ও নিয়ামুল আযীম সাদিক (এন টিভি) ।
সাংবাদিক ইয়াছিন রানা সোহেল ২০১২ সালে তিন পার্বত্য জেলার প্রথম ট্যুর গাইড রূপের রানী প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাহাড়ের পর্যটন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করেন।
ফেলোশিপের মাধ্যমে পর্যটন শিল্পের সমস্যা, সম্ভাবনা ও পলিসিগত বিভিন্ন বিষয়ে ৩০টি প্রতিবেদনে নানা দিক তুলে ধরেন ফেলোশিপ প্রাপ্ত গণমাধ্যমকর্মীরা।
এফপি/রাজ