Dhaka, Monday | 25 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 25 August 2025 | English
মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
৮০ টাকায় আমদানি করা কাঁচা মরিচের কেজি বাজারে ৩০০
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
শিরোনাম:

রোহিঙ্গা সংকটে অংশীজন সংলাপে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:১৮ এএম  (ভিজিটর : ৩০)

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১০টায় তিনি একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। পরে সকাল ১১টায় ইনানীর হোটেল বে ওয়াচে আয়োজিত তিন দিনব্যাপী “Stakeholders’ Dialogue: Takeaways to the High-Level Conference on the Rohingya Situation” শীর্ষক সংলাপে যোগ দেন তিনি।

এই সম্মেলনে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি রাষ্ট্রদূত, মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচনায় মানবিক সহায়তা হ্রাস, দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং আন্তর্জাতিক অর্থায়নের সংকট নিয়ে পাঁচটি কর্মপর্ব অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনা অভিযানের মুখে লাখো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আট বছর কেটে গেলেও এখনও তাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু হয়নি। আন্তর্জাতিক তহবিলও ক্রমশ কমে আসছে, যা উদ্বেগ তৈরি করেছে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কক্সবাজারের আলোচনায় প্রাপ্ত প্রস্তাবনা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। ওই সম্মেলনে প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিত্বের আশা করা হচ্ছে।

সরকার জানিয়েছে, বছরের শেষে কাতারের দোহায় আরও একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে নিউইয়র্ক ও কক্সবাজার সংলাপ থেকে পাওয়া অভিজ্ঞতা ও প্রস্তাবগুলো তুলে ধরা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝