আর কখনও রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।
লিজা বলেন, ‘চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান (ন্যারেটিভ) তৈরির চেষ্টা করছেন। নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো নেওয়া যায় না।’
তিনি বলেন, আমাদের লড়াই করার কথা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু আজ লড়াই করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে। নিজের মানুষের সঙ্গে লড়াই করা কখনও সম্ভব না। জুলাই আন্দোলনে অংশগ্রহণে নারীরা সামাজিক মাধ্যমে নিগ্রহের শিকার হলেও চট্টগ্রামের নেতৃত্ব কখনও পাশে ছিল না বলে অভিযোগ করেন লিজা।
এদিকে শনিবার বিকেলে ফেসবুক পোস্টে লিজা লিখেছেন, এই শহরে (চট্টগ্রাম) যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চায়, আমি জানি না, তার ভাগ্যে কী অপেক্ষা করছে? আমি ভয় পাই এই ভেবে, তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের মানুষদের থেকেও হেয়, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে পারে। এ অভিজ্ঞতা আমি অজস্রবার অনুভব করেছি।
তিনি আরও লেখেন, নারী যখন সব বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতিতে আসে, তখন দলীয় ভাইয়েরা তাকে হেয় করে, নোংরামি করে। তবে সেখানে আর রাজনীতি করার পরিবেশ থাকে না। এটিই সবচেয়ে বেদনার।
গত ১৬ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে লিজাকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব অভিযোগ চ্যালেঞ্জ করেন লিজা। পরে ২৫ মে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এফপি/এমআই