নেত্রকোনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই মো. সুয়েজ হাসানের বিরুদ্ধে এক গৃহবধূকে কুপ্রস্তাব, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শারমিন আক্তার নামে ওই নারী গত সোমবার (৭ জুলাই) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ময়মনসিংহের চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোছা. শারমিন আক্তার বিয়ের আগে থেকে একই গ্রামের হওয়ার সুবাদে এএসআই সুয়েজ হাসানের পরিবারের সঙ্গে পূর্বপরিচিত ছিল। সেই সুযোগ নিয়ে এক পর্যায়ে সুয়েজ হাসান তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় শারমিনকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে পরিবার বিষয়টি গোপন রেখে শারমিনের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরও হয়রানি বন্ধ হয়নি। অভিযুক্ত কর্মকর্তা একাধিকবার শারমিনকে ফোন করে এবং তার বাড়িতে গিয়ে বিরক্ত করতে থাকেন। এমনকি তার স্বামীকে তালাক দিয়ে নিজের কাছে চলে আসার জন্য চাপ দেন।
শারমিন অভিযোগ করেন, তার মা ও ভাই প্রতিবাদ করলে তাদেরকেও রাতে বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দেন এএসআই সুয়েজ ও তার মা। এছাড়া শারমিনের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন ও বোনদের স্বামীদের সঙ্গেও অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
শারমিন জানান, বারবার হয়রানির শিকার হয়ে তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের পরামর্শে আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই মো. সুয়েজ হাসানের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এফপি/রাজ