Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

সোহাগ হত্যাকাণ্ডে বিচার দাবি, পরিবারের পাশে বিএনপি নেতা মনি

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:৩৯ এএম  (ভিজিটর : ৪৭)

পুরান ঢাকার ব্যবসায়ী এবং বরগুনার সন্তান লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে তিনি নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সরেজমিনে উপস্থিত হন পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায়।

জনসভায় উপস্থিত হয়ে চোখের জলে ন্যায়ের দাবি জানান নিহত সোহাগের স্ত্রী লাকি আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামীকে দিনের আলোয় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি তার বিচার চাই। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে কেউ যেন আর এমন নিষ্ঠুরতা না করে।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে। সোহাগ শুধু দলের রাজনীতির কর্মীই ছিলেন না, ছিলেন এক সংগ্রামী তরুণ। তার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা চাই, এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার হোক। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সোহাগ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবিতে একযোগে সোচ্চার হন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় জনসম্মুখে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝