Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
শিরোনাম:

চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে: ফরিদা আখতার

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ১৮৯)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চন্দনাইশের স্বপ্ন বিলাশের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা সফলতা অর্জন করতে পারে।

আজ শনিবার (১২ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে ‘স্বপ্নবিলাস বিদ্যানিকেতন’-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মানসিকতা দেশের অগ্রগতির চালিকাশক্তি হতে পারে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তাদের এই অগ্রযাত্রা থেমে গেলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে তাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ প্রাণিসম্পদে সমৃদ্ধ। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এ জাতগুলো রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীর রুই, কাতলা ও মৃগেল আদিজাত, এখানে কোনো মিশ্রণ নেই—এগুলো আমাদের ঐতিহ্য।” তিনি বলেন, “যে উন্নয়ন জনগণের উপকারে আসে না, সেটি আমরা চাই না। জনগণই উন্নয়নের ধরণ নির্ধারণ করবে।”

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ডা. শাহাদত হোসেন, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সেমিনারে সরকারি কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝