ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৪ নং ধীতপুর দক্ষিণ এলাকাবাসীর চাঁদার টাকায় রাস্তা মেরামত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায় শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর দক্ষিণ এলাকার কাজী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা মিলে কাঁচা রাস্তায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত গুলো মাঝে ইট দিয়ে মেরামত করছেন।
স্থানীয় এলাকাবাসী নিরঞ্জন মালি, জাকির সৃষ্টি, মনির হোসেন ও নাজমুল সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর ৪ নং ও ৬ নং ওয়ার্ডের একমাত্র প্রধান রাস্তা। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। দীর্ঘদিন ধরে কাঁচা মাটি রাস্তাটি পাকা না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বাধ্য হয়ে এলাকাবাসী মিলে চাঁদা দিয়ে ও নিজশ্রমে রাস্তাটি মেরামত কাজ শুরু করেন।
সংস্কার কাজের উদ্যোক্তা কাজী মোহাম্মদ হোসেন জানান, ধীতপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তাটি দীর্ঘ ৫৪ বছর যাবত কোন পাকা করণ হয়নি। শেষ পর্যন্ত এলাকাবাসী উদ্যোগে চাঁদা সংগ্রহ করে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন। রাস্তা মেরামতের জন্য স্থানীয় একটি ব্রিক ফিল্ডের মালিক কিছু ইট দিয়ে সহযোগীতা করছেন।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের ইউএনও মহোদয় কাছে আমাদের আকুন আবেদন আপনাদের কাছে যদি সরকারি কোন বরাদ্দ থাকে আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন।
এফপি/এমআই