Dhaka, Wednesday | 2 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 2 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

ভালুকায় বনভূমিতে সীমানা প্রাচীর, আটক ৫

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:৫৭ এএম  (ভিজিটর : ১৯)

ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধীনে হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে বনভূমিতে সিমানা প্রাচীর নির্মাণ কালে জবরদখলকারী ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে স্থানীয় বনবিভাগ। উপজেলার আমতলী কামিনী ভিটা এলাকার জনৈক শামীমা নাসরিন এর প্রজেক্ট থেকে তাদেরকে আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায় (২৮জুন) শনিবার বিকালে সীমানা প্রাচীর ও গেইট নির্মাণের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ অফিসারের নেতৃত্বে হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হোসেন খানসহ সকল স্টাফ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কোদাল, বেলচা, ইট, সিমেন্টও বিভিন্ন সরঞ্জামাদিসহ পাচজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (৪০), ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মোঃ ছামছুল হকের ছেলে মোঃ রহিম ইসলাম (৩০), ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ জজ মিয়া (৩৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নেন মৃত হাসমত আলীর ছেলে মোঃ বিল্লাল (৪৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, উপজেলার চরআলগী গ্রামের মৃত আঃ মানহাসের ছেলে মোঃ রিপন (৪১), কে হাতে নাতে আটক করা হয়।

হবিরবাড়ী বিট অফিসার মোঃ আনোয়ার হোসেন খান, বলেন  হবিরবাড়ী মৌজার সি.এস ১১০নং দাগের সরকারি সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় পাচজনকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা আরও ১০/১২ জন আসামি দৌঁড়ে পালিয়ে গেছে।

হবিরবাড়ী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো: হারুন উর রশীদ খান জানান, বনভূমি জবরদখল কারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না, জবরদখলকৃত বনভূমি উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝