ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিহতের ঘোষণা উপেক্ষা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার জনসভায় জনতার ঢল নামে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
চুন্টা ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
তবে এ সভাকে ঘিরে শুরু থেকেই চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তাদের অভিযোগ- বর্তমান কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নে সভা আয়োজন দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ নিয়ে তারা একাধিক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে সভা প্রতিহতের ঘোষণা দেন।
সব ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন বিএনপি নেতা বিধান চন্দ্র ও ছাত্রদলের সাবেক নেতা আল আমিন।
এফপি/রাজ