ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় দীর্ঘ অনুপস্থিতির জন্য সরাইলে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। তারা স্থানীয় আওয়ামী লীগের পদধারী নেতা। আওয়ামী লীগ দলীয় মনোনীত পেয়ে তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৩ জুন জেলা প্রশাসকের স্বাক্ষর করা এক পত্রে উভয় ইউনিয়নে নতুন দুজনকে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব থেকে অপসারিত দু’জন হলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী বাদল এবং শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তারা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ সভায় তারা টানা ১০ মাস ধরে অনুপস্থিত। ২৩ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সই করা এক পত্রের মাধ্যমে শাহবাজপুর ইউপির প্রশাসকের দায়িত্ব দেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মুমিন হোসেন ভূঁইয়াকে আর শাহজাদাপুর ইউপির দায়িত্ব দেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, ২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব পাওয়া ব্যক্তিরা শাহবাজপুর ইউপিতে বৃহস্পতিবার থেকে আর শাহজাদাপুরে আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করবেন।
এফপি/রাজ