Dhaka, Thursday | 18 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

গোয়ালন্দে অবৈধভাবে মাটি কাটায় যুবককে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:২৮ এএম  (ভিজিটর : ৫৪)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে  অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের মূল হোতা রাসেদুল ইসলাম উজ্জ্বল (৩৫) কে স্পট থেকেই আটক করা হয়।

বুধবার ৪ জুন সন্ধ্যায়  অভিযানে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাসেদুল ইসলাম উজ্জ্বল একটি বৃহৎ কৃষি জমি কেটে মাটির ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে এলাকার রাস্তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, বেপরোয়া ট্রাক চলাচলের কারণে পথচারী, বিশেষ করে শিশুদের চলাচলে চরম ঝুঁকি দেখা দেয়।

অভিযান চলাকালীন এলাকার সচেতন জনগণ প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে। তাঁরা জানান, এই ধরনের অভিযান নিয়মিত চালালে পরিবেশ ও জননিরাপত্তা রক্ষা পাবে।

উল্লেখ্য, বালু ও মাটি উত্তোলনের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝