Dhaka, Thursday | 6 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 6 November 2025 | English
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
আজকের বাজারে সোনার ভরি কত?
তাপমাত্রা পরিবর্তন নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়া ২০০ সিলিন্ডারসহ উল্টে গেল ট্রাক, ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:০০ পিএম  (ভিজিটর : ১৩৮)

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় বেহাল কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে রাস্তায় ছড়িয়ে পড়া দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ, আগুন ও ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহরের বাইপাসসংলগ্ন বিরাসার এলাকায় একটি বড় গর্তে চাকা পড়ে গেলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান, ফলে সেটি উল্টে যায়।

বেহাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে খাদে ট্রাক উল্টে এতে থাকা একের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান ও বাড়ি।

জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার, ঘাটুরা, পৈরতলা এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে নিয়ে যাচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে পড়ে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের কারণে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝