Dhaka, Thursday | 31 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 31 July 2025 | English
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
‘প্লট দুর্নীতি’ মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু
বিশ্বনাথপুর বাঙালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫ অনুষ্ঠিত
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১০:২২ পিএম  (ভিজিটর : ৪০)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশের প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সওজ সূত্রে জানা গেছে, সরাইল-বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য স্থাপনার কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানে প্রায় ২০টি স্থায়ী দোকান এবং ৩০টির মতো অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। একইসঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের আওতায় মহাসড়কে সৃষ্ট খানাখন্দ সংস্কারের কাজও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের পরেও ধাপে ধাপে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝