Dhaka, Thursday | 18 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

বিদেশি বিনিয়োগের জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার: ইঞ্জিনিয়ার শ্যামল

প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৯৪)

দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

৩১ মে, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও বই প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাময়িক বা অন্তর্বর্তী কোনো ব্যবস্থায় প্রকৃত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। বিদেশি বিনিয়োগকারীরা একটি বৈধ ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বাংলাদেশের দিকে তাকাবে না। আর নির্বাচনের পথ যত বেশি বাধাগ্রস্ত হবে, ততই দেশে অগণতান্ত্রিক শাসনের ঝুঁকি বাড়বে।

ইঞ্জিনিয়ার শ্যামল আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতির মূল কারণই হলো অনির্বাচিত সরকারব্যবস্থা। তাই জনগণের রায়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের কোনো বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ জিয়ার সংগ্রামী জীবন আমাদের প্রেরণা। তার আদর্শ জানতে হলে তার জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বই পড়া জরুরি।

এ সময় বই প্রদর্শনী থেকে অনেকেই জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর লেখা বিভিন্ন বই সংগ্রহ করেন।

শেষে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন অবসানে দেশের প্রায় সব নিবন্ধিত রাজনৈতিক দল একমত হয়ে আন্দোলনে আছে। অথচ বারবার বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও প্রশ্নবিদ্ধ।

জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বই কিনে নেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝