Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

লংগদু-নানিয়ারচর সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ৫৫)

রাঙামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা সদরে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এতে জনসাধারনের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

মানববন্ধন উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জামায়াতের আমীর মাওলানা নাসির উদ্দিন, মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমল, এনসিপির সদস্য পলিন্স চাকমা, নুরুল ইসলাম সেলিম ও  এবিএস মামুন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, একটি সড়কের জন্য লংগদু, বাঘাইছড়ির মতো গুরুত্বপূর্ণ উপজেলা জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এই দুই উপজেলার মানুষকে নৌ পথে রাঙামাটি যাতায়ত করতে হয়। হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বছরের সাত থেকে আট মাস দুর্ভোগ নিয়ে চলাচলা করতে হয়।

নানিয়ারচর থেকে লংগদু মাত্র ১৮ থেকে ২০ কিলোমিটার সড়ক হলে লংগদু ও বাঘাইড়ির মানুষের জেলা শহরের যোগাযোগ সহজ হতো। একই সাথে কৃষি পন্য, স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটতো।

বক্তারা আরও বলেন সম্প্রতি, পরিবেশের ক্ষতি কথা বলে সড়ক নির্মাণ না করার জন্য অপপ্রচার চালাচ্ছে একটি অঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী। এতে তাদের কী স্বার্থ লুকিয়ে আছে তা আমাদের বোধগম্য নয়। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।  

এই কাজে যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে অত্র অঞ্চলের পাহাড়ি বাঙ্গালী এক হয়ে কঠোর কর্মসূচীর ঘোষণার হুশিয়ারী দেন বক্তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝