বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে পোল্ট্রি ফার্মে ঢুকে আবারো ২৬ দিন বয়সের ১ হাজার ২০০ সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার ৬মে একই কায়দায় ১৫দিন রয়সের ১হাজার মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত পান্না পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানায়, আদমদীঘির নসরতপুর কলেজপাড়া তার বাড়ির পাশে আমার পান্না পোল্ট্রি নামক একটি মুরগির ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালীসহ বিভিন্ন জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন-পালন করে বাজারজাত করে আসছিলাম। শত্রুতা করে গত বৃহস্পতিবার রাতে আমার পোল্ট্রি ফার্মের নেট কেটে ভিতরে ঢুকে পদদলিত করে সোনালী জাতের ২৬ দিন বয়সের ১হাজার ২০০ মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।
এর ১৭ দিন আগে গত ৬ মে দিবাগত রাতে একই কায়দায় ওই ফার্মে ১৫দিন রয়সের ১হাজার মুরগির বাচ্চা মার হয়েছিল। এই দুই বারের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বের ঘটনায় বগুড়া আদালতে মামলা রয়েছে। সেই মামলা পিবিআইএ তদন্তাধীন।
এফপি/রাজ