পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই প্ল্যাটফর্ম “পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক সাধারণ সভা ও মিলনমেলা।
অনুষ্ঠানের প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিজা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সরওয়ার কামাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউ-এর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ, স্যোসাল সায়েন্স ও ল'র ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার এবং প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পিজা-এর গঠন সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ বলে তাঁরা মন্তব্য করেন।
সভার দ্বিতীয় পর্বে গঠনমূলক আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে পিজা’র গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পাশাপাশি সংগঠনের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৮ জুন (শনিবার) নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।
সাধারণ সভা ও মিলনমেলায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগঘন পরিবেশ। পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধুত্বের নবসংযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার দৃঢ় প্রত্যয়ে তারা মিলিত হন এক নবতর যাত্রায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, “পিজা” অদূর ভবিষ্যতে শিক্ষা, পেশা ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে একটি সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করবে।
এফপি/এমআই