ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তিনি নগরভবনে প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সিসিক প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের উন্নয়নে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেটের উন্নয়নে অতীতের মতো সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, প্রমুখ বক্তব্য দেন।
এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এফপি/এমআই