পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত দুই মাদক কারবারি পলাতক রয়েছে।
১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, (১২ মে সোমবার দিবাগত রাত) রাত ১২টা ১০ মিনিটে পাবনা জেলা সদর থানার অন্তর্গত গয়েশপুর ইউনিয়নের বাবুলচড়া গ্রামের শ্রীপুরগামী পাকা রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন-এর দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল-এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও সঙ্গীয় অফিসার ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে তারা উল্লিখিত স্থানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ী দুইজন দ্রুত পালিয়ে যায়। অভিযানে তাদের ফেলে যাওয়া ৫ কেজি গাঁজা এবং একটি লাল-কালো রঙের বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পলাতক আসামিদের পরিচয় নিশ্চিত করেছে ডিবি পুলিশ। তারা হলেন, মোঃ রাসেল (২০), পিতা-মৃত শাজাহান খাঁ, সাং-রাঘবপুর, ইউনিয়ন-ভাঁড়ারা, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এবং মোঃ শুকুর শেখ (৫৩), পিতা-মৃত উজির শেখ, সাং-পূর্ব রাঘবপুর, ইউনিয়ন-ভাঁড়ারা, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
ঘটনার পর তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
এফপি/রাজ