পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থী দলের সক্রিয় সদস্যকে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
নিহত বাবুল শেখ একই গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন এবং প্রায় দুই থেকে আড়াই বছর আগে এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। ওই ঘটনার পর আত্মগোপনে গিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। তবে লিভারজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর আগে দেশে ফিরে আসেন এবং সেই থেকেই গ্রামে অবস্থান করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজেও সম্পৃক্ত ছিলেন না।
ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে তিনি স্থানীয় বাজারে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেছন দিক থেকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে আহত করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন শব্দ শুনে দ্রুত ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুস সালাম জানান, নিহত বাবুল শেখ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে পূর্বে সংঘটিত একটি হত্যা মামলার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, পুরোনো বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এলাকাজুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তদন্তে সহায়ক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এফপি/রাজ