পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার মান্দারবাড়ি সীমান্ত দিয়ে ভারতের নৌবাহিনীর পুশ ইন করা ৭৮ জনকে আজ রোববার (১১ মে) সকালে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলাতে করে মোংলার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় আরও কিছু মানুষকে কাঠের ট্রলারে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান।
কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগ সূত্রে জানা গেছে, ভারতের গুজরাট রাজ্যের বিভিন্ন বস্তিতে বসবাস করা এই ব্যক্তিরা বৈধ নাগরিকত্ব না থাকায় শুক্রবার রাতে ভারতীয় নৌবাহিনী তাদের মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে ফেলে রেখে যায়। পরে তারা স্থানীয় ফরেস্ট স্টেশনে আশ্রয় নেয়।
বন বিভাগ সূত্র জানায়, খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায় ও তাদের নিজেদের হেফাজতে নেয়। খাবার সরবরাহের ব্যবস্থাও করা হয়। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৭৮ জনকে আটক করে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরো কিছু সংখ্যক লোককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে।
এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে।
কোস্ট গার্ড জোনাল হেড কমান্ডার মেহেদি হাসান জানান, এই পুশ করাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক চলছে। তারপরই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পুশ ইন করা ৭৮ ব্যক্তিকে কোস্টগার্ড পশ্চিমজোনের সদর দপ্তর মোংলায় আনা হয়েছে।
এফপি/ এমআই