গাজীপুরে মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো নগরী।
সোমবার (৫ মে) সকাল থেকে নগরীর মুরাদপুর, জিইসি মোড়, অক্সিজেন, ওয়াসা এবং বিশ্ববিদ্যালয় গেট এলাকায় শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
তারা দাবি করেন, গাজীপুরের টঙ্গী থানায় পুলিশি হেফাজতে আহলে সুন্নাতের প্রভাবশালী ইমাম মাওলানা রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের সড়ক অবরোধে পুরো নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে উত্তেজনা বাড়ে এবং সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. তারেক আজিজ বলেন, “নগরীর একাধিক পয়েন্টে বিক্ষোভকারীরা হঠাৎ করে সড়ক অবরোধ করে। আমরা পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে চেয়েছি। কিন্তু একপর্যায়ে তারা পুলিশের ওপর আক্রমণ করে। তখন বাধ্য হয়ে আমরা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করি।”
বর্তমানে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এফপি/এমআই