রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশে আজ সকাল থেকেই জনস্রোত দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীতে সয়লাব হয়ে গেছে মাঠ ও আশপাশের সড়কগুলো।
সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০১৩ সালের শাপলা চত্বরের নিহত ইউনূস মোল্লার পিতা মো. নাজিম উদ্দিন। সকাল ৯টার নির্ধারিত সময়ের আগেই মাঠ লোকারণ্য হয়ে ওঠে। অনেক অংশগ্রহণকারীকে জায়গা না পেয়ে আশপাশের রমনা পার্ক, শাহবাগ মোড়, ও মৎস্য ভবনের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।
সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বক্তব্য রাখছেন সংগঠনের শীর্ষস্থানীয় আলেম ও কেন্দ্রীয় নেতারা।
হেফাজত মহাসমাবেশে চারটি প্রধান দাবি উত্থাপন করেছে:
নারী ও শিশু বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্তি, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ধারা পুনঃস্থাপন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যা ও অন্যান্য হত্যাকাণ্ডের’ বিচার, ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও বাংলাদেশের শক্ত অবস্থান।
হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদ হাসান বলেন, “আমাদের দাবি ধর্মীয় ভিত্তিতে, সাংবিধানিকভাবে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। আজকের এই জমায়েত তার শক্ত প্রমাণ।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। সমাবেশের কারণে আশপাশের রাস্তায় যান চলাচলে ধীরগতি দেখা গেছে। নিরাপত্তা ও যানবাহন চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এফপি/রাজ