Dhaka, Monday | 20 October 2025
         
English Edition
   
Epaper | Monday | 20 October 2025 | English
ফুলবাড়ীতে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
শিরোনাম:

গাইবান্ধায় বিএনপি’র ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:২৩ পিএম  (ভিজিটর : ১০৭)

বিএনপি’র ৩১-দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তন এই কর্মশালা হয়।

উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে সুলতান সালাউদ্দিন বলেন, বিভিন্ন সোসাল মিডিয়াতে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা ফ্যাসিবাদিদের দোসর। একটি দল অন্তবর্তী সরকার বেশি দিন থাকতে পারে, সে চেষ্টা করছে।

গাইবান্ধাসহ তিনটি জেলায় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
এরমধ্যে গাইবান্ধার কর্মশালা দিনব্যাপী কর্মশালা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

এতে জেলা বিএনপির ১১টি ও অঙ্গ সহযোগি সংগঠনের ১১টি ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সভাপতি মইনুল হাসান সাদিক। প্রশিক্ষণ কর্মসূচির দলনেতা বিএনপি'র মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল ৩১-দফার ওপর প্রশিক্ষণ প্রদান করেন।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা-সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নেন, সাবেক সাংসদ ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিডিয়া সেলেন সদস্য মোর্শেদ হাসান খান, সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝