পঞ্চগড়ের বাংলাবান্ধা আইসিপি জিরো পয়েন্ট এলাকায় সৌন্দর্যবর্ধনে দেশের সবচেয়ে উঁচু ফ্লাগস্ট্যান্ড ও গেইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১১ টায় এই ফ্ল্যাগস্ট্যান্ডটির ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টের ওপর প্রান্তে ভারতের ফুলবাড়ি সীমান্তে ভারতের একটি বড় ফ্লাগস্ট্যান্ড (আনুমানিক ১০০ ফিট উঁচু) তাদের জাতীয় পতাকা ২৪ ঘন্টা উত্তোলণ করা থাকে। আমার কাছে পঞ্চগড় জেলাবাসীর দাবী ছিলো বাংলাবান্ধা জিরো পয়েন্টে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য বড় ফ্লাগস্ট্যান্ড নির্মাণ করা হয়। উক্ত দাবীর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দের মাধ্যমে ১৪০ ফিট উঁচু ফ্লাগস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হলো। এই ফ্লাগস্ট্যান্ড হবে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাগস্ট্যান্ড, যেখানে আমাদের প্রাণের জাতীয় পতাকা আকাশে পতপত ধ্বনিতে উড়বে।
এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মূসা মিঞা, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. ইদ্রিস আলী খান, জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা আমির মাও. ইকবাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহাদৎ হোসেন রনজু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার আমির মো. আব্দুল হাকিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
এফপি/এমআই