রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল)সন্ধ্যায় ৭টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হতে মিছিল শুরু করে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরের গিয়ে মিছিল শেষ হয়। গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ব্যানারে এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম মুন্সির সভাপতিত্বে ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শফিক মন্ডল, গোয়ালন্দ আব্দুল হালিম মিয়া কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া অক্কাস আলী হাই স্কুলের সহকারী শিক্ষক ফরহাদুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, নজরুল ইসলাম, রাহাদ, এনামুল প্রমুখ।
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে। দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।
এফপি/রাজ