Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

অসদাচরণের অভিযোগে সওজের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৬৬)

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ শাহ আরেফীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নং-৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে সেহেতু উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নম্বর ৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝