গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী (১৭-২০ গ্রেট) সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুজিবুর রহমানকে সভাপতি ও আসাদুজ্জামান এরশাদকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা শাখায় ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার (২৪ মার্চ) নতুন কমিটি গঠনের বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী (১৭-২০ গ্রেট) সমিতি গাজীপুর জেলা সমন্বয় ও সংস্কার কমিটির আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বেলাল হোসেন মিন্টু ও সদস্য সিরাজুল হক ভূঁইয়া। এর আগে তাদের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মতিন মিয়া, সহ-সভাপতি সুমন মিয়া, তরিকুল ইসলাম, নাঈম আশ্রাফ খান, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন ও কাজল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন ও হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মশিউল হক ও ফরিদ আলী, দপ্তর সম্পাদক মশিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক তারেক ভূইয়া, প্রচার সম্পাদক সাজন চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক সামছুল হক, মহিলা সম্পাদিকা শামসুন্নাহার, সহ-মহিলা সম্পাদিকা মেহেরুন নেছা, ক্রীড়া সম্পাদক সাফায়েত আলী রিপন, সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম, সমবায় সম্পাদক মোছলেম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোন্তাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শিল্পী রানী দাস, সাজেদা বেগম, এএম ইউনুছ হোসেন রুবেল ও সাইমন রোজারিও।
এফপি/এমআই