Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
শিরোনাম:

মেরিন ড্রাইভ রেইস পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৮ পিএম  (ভিজিটর : ৩৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘RIDE FOR GLORY’ বার্তা ধারণ করে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশি-বিদেশি ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষ সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে করপোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষের মধ্যে সেরা হয়েছেন যথাক্রমে Laura Turrini (ব্রাজিল) ও সৈয়দ মুবিন।

এ ছাড়া নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারকমণ্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন।

আইএসপিআর জানায়, মেরিন ড্রাইভ রেইস পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বাড়ানোর পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান ট্রাস্ট ব্যাংক আয়োজিত ‘করপোরেট নাইট-২০২৫’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝