শিল্প নগরী টঙ্গীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে (সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি) আমনত ফেরত না পেয়ে শাখাটির ভিতরে বিক্ষোভ করেছে শতাধিক গ্রাহক। এসময় বন্ধ করে দেওয়া হয় ব্যাংকটির কার্যক্রম।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ব্যাংকটির কলেজগেট শাখায় আমানত ফেরতের দাবীতে বিক্ষোভ করেন তারা।
পরে পুলিশ ও ব্যাংকটির ওই শাখার কর্মকর্তাদের দেয়া আশ্বাসে বিক্ষুব্ধ গ্রাহকরা চলে যান। তবে আগামীকাল সোমবার যথা নিয়মে গ্রাহকদের আমানত ও লেনদেন কার্যক্রম পরিচালনা না করলে ব্যাংকটির কলেজগেট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহকদের দাবী, গত দেড় বছর যাবৎ ব্যাংকটির সেভিংস, কারেন্ট, ডিপিএস ও এফডিআর এর কোন টাকা উত্তোলন করতে পারছেন না তারা। এমনকি ডিপিএস ও এফডিআরের মেয়াদ পূর্ণ হলেও কতৃপক্ষ টাকা দিচ্ছে না।
এবিষয়ে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আলী ইসলাম ফকির বলেন, পাঁচটি ব্যাংক একিভুত করে সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি করার পর থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাক্তি পর্যায়ে সেভিংস ও কারেন্ট হিসেবে আর্থিক লেনদেন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে বাকি কার্যক্রম চালু করা হবে।
এফপি/জেএস