Dhaka, Sunday | 18 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 January 2026 | English
লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ম ও সর্বোচ্চ বেতন কত?
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
শিরোনাম:

ইরানে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ এএম  (ভিজিটর : ৭)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক বক্তব্যের প্রতিক্রিয়ায় দেশটিতে ‘নতুন নেতৃত্ব’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পলিটিকোর ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স (সাবেক টুইটার) পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এর জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধ করেছেন, তা হলো পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা। দেশ পরিচালনার দিকে মনোযোগ দেওয়ার বদলে তিনি ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করছেন।’

এর আগে শনিবার দেওয়া একাধিক বার্তায় খামেনি ইরানে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে দায়ী করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’ খামেনির ভাষ্য, ‘ইরানি জাতির ওপর প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এটি ছিল আরও বড় ষড়যন্ত্রের ভূমিকা। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে।’

ট্রাম্পকে ঠিক কে এসব পোস্ট পড়ে শোনান, তা স্পষ্ট নয়। তবে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান শান্ত পরিস্থিতির ভঙ্গুরতাই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত সপ্তাহে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে শত শত মানুষের মৃত্যুর খবর আসার পর ট্রাম্প বলেছিলেন, তাকে ইরানে হামলার জন্য ‘খুব শক্তিশালী কয়েকটি বিকল্প’ দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ানোর ইঙ্গিত পাওয়ার পর তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘সহায়তা আসছে।’

ওই সময় ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইরানের দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।’

তবে শুক্রবার হঠাৎ করেই সুর বদলে যায় ট্রাম্পের। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, ইরানের নেতৃত্ব ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে এবং এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা ইরানে ৩ হাজার ৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া ২২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র/ টাইম ম্যাগাজিন

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝