ভোটাধিকার হরণ হলে জনগণ অভ্যুত্থানে নামতে বাধ্য হয় এটাই ইতিহাসের শিক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ব্যালটের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করে, আর সেই ব্যালট কেড়ে নেওয়া হলে জনগণ রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করে নেয়। তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো সরকার নির্বাচিত হলেও যদি ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়, জনগণ তাকেও বিদায় দিতে জানে। জনগণের এই ক্ষমতাই রাষ্ট্রের প্রকৃত মালিকানার পরিচয়।শনিবার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আনিচুর রহমান, সদস্য সচিব আব্দুল কাদের হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. সেকেন্দার আলী মৃধা এবং সদস্য সচিব মোসাদ্দেক হোসাইন মন্টু।গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের উপস্থিতিতে এবং রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক বেপারী, আব্দুস সালাম, আইউব আলী মৃধা, নূর মোহাম্মদ, ইন্তিয়াজ মিয়া, মো. সেকেন্দার তাজসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ নাগিব।
স্মরণ সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস