বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—এই তিনটি দল দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় ছিল।
এর মধ্যে একমাত্র বিএনপিই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে ধারাবাহিকভাবে আন্তরিক ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ছিল, যাতে সংখ্যালঘুদের ওপর কোনো হামলা, মামলা বা আক্রমণ না ঘটে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এটিই তার রাজনীতির মূলনীতি।
শুক্রবার (১৬ জানুয়ারি) নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায় আমহাটি এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের প্রধান ডা. শুশান্ত কুমার সরকার, কৃষ্ণ পদ সরকার, মনোজ কুমার সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এফপি/জেএস