গাজীপুরের টঙ্গীতে একটি পোষাক কারখানার শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
এসময় অসুস্থ শ্রমিকদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে রেফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী বিসিক এলাকার এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজে এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, লাঞ্চ টাইম শেষ হওয়ার পর কাজ করছিলেন তারা। এসময় হঠাৎ করে ৫ম তলার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পরেন। খবরটি ছড়িয়ে পরলে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে বেশকিছু শ্রমিক অসুস্থ হয়ে পরেন। পরে তাদের দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাফিজা শারমিন জানান, হাসপাতালে আসা বেশীর ভাগ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা ভুগছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।
এফপি/জেএস