নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার (১১ জানুয়ারি) বাগাতিপাড়া উপজেলার পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সাংবাদিকদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনসহ বাগাতিপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এফপি/অ