| শিরোনাম: |

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ. এই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অভিযোগ করেন, বিদেশি ইন্ধনে এসব অপচেষ্টা চালানো হচ্ছে ,বক্তারা এ ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এফপি/অ