গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সর্বস্তরের জনগণ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম, থানা যুব সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দীপসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, হাদী হত্যাকান্ডের এক মাস পেরিয়ে গেলেও আসামী গ্রেপ্তারে প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পারছি না। হাদীর হত্যাকারিদের গ্রেপ্তারে প্রশাসনের নিরবতা দেশবাসিকে বিচলিত করছে।
অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় বৃহত্তর আন্দোনলের ডাক দেয়া হবে।
এফপি/জেএস