নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে শেখ মোঃ সুমনকে সভাপতি ও আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর টঙ্গী জুড়ে উচ্ছসিত তৃনমুল নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন অভিনন্দন বার্তা। নেতাকর্মীদের দাবী দীর্ঘদিন পর রাজপথের দুই পরিক্ষিত নেতাকে দলের পক্ষ থেকে মূল্যায়ন করা হয়েছে। নির্বাচনের আগে এই কমিটি টঙ্গী পশ্চিম থানা যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করবে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কমিটি গুলো দ্রুত ঘোষণা করা হবে।
এফপি/জেএস