Dhaka, Sunday | 18 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 January 2026 | English
লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ম ও সর্বোচ্চ বেতন কত?
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
শিরোনাম:

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৩ মামলায় লক্ষাধীক টাকা অর্থদণ্ড

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম  (ভিজিটর : ৫০)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত (২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এসব অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, গত ২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী দায়ের করা এ মামলায় জনতার দলকে আচরণ বিধিমালার ১২৭ (খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরদিন ৩ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পরিচালিত অভিযানে আরও একটি মামলা দায়ের করা হয়। প্রতীক বরাদ্দের পূর্বেই নির্বাচনী বিলবোর্ড স্থাপন ও প্রচারণা চালানোর অভিযোগে বিএনপিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ (ক) বিধি অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ৪ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে সুন ফেং মেশিনারি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়ন ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

ভ্রাম্যমান আদালত অভিযানকালে বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝